আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় আবু হানিফ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত তাকে এ সাজা প্রদান করে।
জানা গেছে,আলমডাঙ্গার শ্যামপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আবু হানিফ একজন গাঁজা ব্যবসায়ী। সে গাঁজা বিক্রি করছে করছে বলে পুলিশের কাছে গোপন সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা অফিসার্স ইনচার্জ আলমগীর কবিরের নির্দেশে থানার এসআই সুফল সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে আবু হানিফকে ২০গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। আটকের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলিকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজা বিক্রির দায়ে আবু হানিফকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।