আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে স্বাস্থ্য বিধি না মানায় ১৫ হাজার, ১শ’ ৫০ টাকা জরিমানা করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী লাল ব্রীজ মোড়ে বেলা ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাস্তা দিয়ে যাতায়েত কারিরা মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্য বিধি না মানায় ২৮ জনকে ৪ হাজার ১শত ৫০ টাকা জরিমানা করেন। একই সময় আলমডাঙ্গা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবির আলমডাঙ্গার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এদের মধ্যে আদবার আলীকে ১ হাজার ৫ শত, শাহিনুরকে ৩ হাজার ৫ শ, হাবিবুরকে ১হাজার, হাফিজুর রহমানকে ১ হাজার, ঠান্ডুকে ১ হাজার ৫শত, রবিউলকে ১হাজার ৫ শত টাকা, মোট ১০হাজার টাকা জরিমানা করেন।
চুয়াডাঙ্গা থেকে আগত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত বিসিয়ে ২ জনকে ৫শত টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেছে। মোট ১৫ হাজার ১ শত ৫০ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা থানার এসআই জামাল হোসেন। এ ছাড়াও যাদের মান্ক ছিল না তাদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *