আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত বেলগাছি গ্রামের হযরত আলী নামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। গতকাল শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের হোসেন আলীর ছেল হযরত আলী একজন মাদকসেবী। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার গ্রাম বেলগাছি থেকে আটক করে পুলিশ। আটকের পর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীকর বিষয়টি জানালে নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারে মাদক সেবনের দায় হযরত আলীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই ইখলাচ উদ্দিন।