আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা পৌর শহরে নকল ও নিম্নমানের প্রসাধনী বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩টি কসমেটিসের দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ভোক্তা অধকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের বিভিন্ন কসমেটিকসের দোকানে নিম্নমানের ও নকল প্রসাধনী বিক্রি হচ্ছে বলে অভিযোগ ওঠে ।
অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে নকল মানহীন ও মূল্য বিহীন পণ্য বিক্রয়ের দায়ে কবীর ষ্টোরের মালিক সৈয়দ গোলাম কবীরকে ২ হাজার, মা কসমেটিসের মালিক জিল্লুর রহমানকে ২ হাজার টাকা ও খান কসমেটিসের মালিক রাশেদ আলী খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *