আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৮টি হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল গুলোতে জরিমানা করেন। হোটেলগুলো হলো রেলস্টেশনের বিপুল সাহাকে ৫ হাজার, আলাউদ্দীন হোটেলকে ৫ হাজার, আল মদিনা হোটেলের মালিক নজরুল ইসলামকে ৫ হাজার, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ভাদুর হোটেলের ম্যানেজার আব্দুর রাজ্জাককে ১ হাজার, হাইরোডের আব্দুল মজিদ হোটেলের মালিক জীবন মাহমুদকে ১ হাজার, হাউসপুরের মন্ডল মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোয়ার হোসেনকে ৫ হাজার, মহুয়া মিষ্টান্ন ভান্ডারের মালিক নাসির উদ্দীনকে ৫ হাজার, গৌরাঙ্গ দধি মিষ্টান্ন ভান্ডারের মালিক চঞ্চল ঘোষকে দেড় হাজারসহ মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।