আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার হারদি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম শুভ জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে জন্মদিনের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ই অক্টোবর রোববার সন্ধায় হারদী বাজারে ছাত্রলীগের পক্ষে কেক কাটা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শেখ ইমতিয়াজ মিজান (নিপ্পন), ইউপি সদস্য শেখ শাহানুর রহমান (টিপু) ,যুবলীগ নেতা হাবিবুর রহমান(রুবেল),শেখ শাহানুর রহমান( রুবেল) ছাত্রলীগ নেতা লিখন, ইমন,শাকিল,রাফিক,হাসান,নাহিদ,লিংকন,তুষার, পারভেজ প্রমূখ। কেক কাটা অনুষ্ঠানে ইমতিয়াজ মিজান নিপ্পন বলেন, রাসেলের মত শিশুকেও সেদিন ঘাতকরা নির্মম ভাবে হত্যা করেছিল। সেই ঘাতকদের দোসররা আজও নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের চিহ্নিত করে বাংলা মাটিতে বিচার করতে হবে।