আলমডাঙ্গা অফিস :আলমডাঙ্গায় হাটুভাঙ্গা গ্রামে সরকারী জমিতে ঘর নির্মাণ করায় ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও নগরবোয়ালিয়া গ্রামে রাস্তার উপর নির্মিত প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শনিবার এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে,আলমডাঙ্গার হাটুভাঙ্গা গ্রামের ফজলুল হকের ছেলে সাজ্জাদ হোসেন সরকারী জমিতে ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গার সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারী জমিতে ঘর নির্মাণের দায়ে সাজ্জাদ হোসেনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই স্থাপনা সরিয়ে নেবার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়। এদিকে নগরবোয়ালিয়া গ্রামের মৃত ইয়াজুদ্দীনের ছেলে শুকুর আলী রাস্তার জমি দখল করে প্রাচীর নির্মাণ করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানে সরকারী জমিতে থাকা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়েছে।