আলমডাঙ্গা অফিস : অল্প বয়সি মেয়ে বিয়ে করতে এসে  গ্যাড়াকলে পড়েছে  সন্টু (২৮) নামের এক যুবক। বাল্যবিয়ের দায়ে তাকে ভ্রাম্যমান আদালতের  ১৫ দিনের কারাদন্ড দিয়েছে। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ভ্রাম্যমান আদালতের বিচারে এ সাজা প্রদান করে।জানা গেছে,আলমডাঙ্গার রেলজগন্নাথপুর গ্রামের টিটুলের অল্প বয়সি মেয়ে নুপুর (১৫)কে বিয়ে করতে আসে কুস্টিয়া ইবির ফকিরাবাদের ফরিদ মন্ডলের ছেলে সন্টু। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিচার করেন। ভ্রাম্যমান আদালতের বিচারে  বাল্যবিয়ে করতে আসায় সন্টুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *