আলমডাঙ্গা অফিস:আলমডাঙ্গার রুইতনপুরে ভ্রাম্যমান আদালত এক মাদক বিক্রেতা ও সেবীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামে গাঁজার আসর বসানো হয়েছে বলে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে হাঁপানিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনের যন্ত্রপাতিসহ বেশ কয়েক পুরিয়া গাঁজাসহ আকছেদ আলীর ছেলে ময়নুল হোসেন (৫৩)কে আটক করে।
বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার লিটন আলি কে অবহিত করলে,তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারা অনুযায়ি মাদক সেবনের দায়ে ময়নুল হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করেন।