আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে রিপন (২৮) ও শিল্পী খাতুন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার বিকেলে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।জানা গেছে,আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুই মাদক বিক্রেতা ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছে। সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিডানে জীবননগর উপজেলার সেনেরহুদা পশ্চিমপাড়ার মৃত মহাতাব আলীর ছেলে রিপন ওরফে নাগর ও জীবননগর উপজেলার লক্ষীপুর খাঁ পাড়ার রবজেল আলীর কন্যা শিল্পী খাতুনকে পূলিশ আটক করে। আটকের পর তাদের কাছ থেকে পুলিশ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে আটক দু’জনকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।