আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার পাইকপাড়ায় এক বালিকাকে উত্ত্যক্তের করার দায়ে মামুন ও উজ্জল নামের দু’যুবককে ভ্রাম্যমান আদালত কারাদন্ড দিয়েছে। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত তাদের এ সাজা প্রদান করে।জানা গেছে,আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বরকত আলীর ছেলে মামুন ও একই গ্রামের নায়েব আলীর ছেলে উজ্জল গ্রামের এক বালিকাকে প্রায়ই উত্যক্ত করে আসছিল। গতকাল মঙ্গলবার পাইকপাড়া পুলিশ ক্যাম্পের পূর্ব পাশের রাস্তায় ওই বালিকাকে একা পেয়ে দুই জন তাকে জাপটে ধরলে সে চিৎকার শুরু করে। বালিকার চিৎকারে লোকজন এগিয়ে এসে ক্যাম্প সংবাদ দেয়। সংবাদ পেয়ে পাইকপাড়া ক্যাম্পের আইসি এসআই গিয়াস অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে আটক করে। আটকের পর পুলিশ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার করেন। ভ্রাম্যমান আদালতের বিচারে বালিকা কে উত্যেক্তের দায়ে মামুনকে ১০ দিন ও উজ্জলকে ৭দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দুই সা