আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যান মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় পোড়াদহ একাদশ ১-০ গোলে মিরপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-১আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আজকে জয়ী এবং পরাজিত উভয় দলই খুব ভালো ফুটবল খেলেছে। আজকে আমাদের ছেলে মেয়েরা খেলাধুলার মাধ্যমে বিশ্বের বুকে বাঙ্গালী জাতিকে তুলে ধরছে। তাই আমি বলবো লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে খেলা ধুলোয় উদ্যোগী হতে হবে। খেলা ধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠন করা সম্ভব।তিনি বলেন,আমি কিন্তু এক সময় খেলাধুলা আমি বেশি মনযোগী ছিলাম,পরে রাজনীতিতে
কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে এ খেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস,আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ হাসান কাদির গনু,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী,সহসভাপতি আনিসুজ্জামান মল্লিক,পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,সাবেক পৌরসভাপতি জেলা পরিষদ সদস্য আবু মুসা,কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক আহবায়ক জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন,কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু,ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম,যুবলীগ নেতা আহসান উল্লাহ, পাইকপাড়া ক্যাম্প ইনচার্জ এসআই গিয়াস উদ্দিন।ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেনের উপস্থাপনায় ওই পুরস্কার বিতরণ সভায় আরো উপস্থিত ছিলেন জন কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জমির, সিবিএ নেতা এমদাদুল হক,আয়ুব মেম্বার, ,মনজু মেম্বার, আব্দুর রশিদ,সাইফুল ইসলাম, সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, পৌর সভাপতি নয়ন সরকার, বাদসা,সাকিব, প্রমুখ।