আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার তিয়রবিলায় জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৪ জুয়াড়ীকে জরিমানা করেছে। গতকাল শুক্রবার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৪‘শ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পল্লী তিওরবিলা গ্রামের এক দোকানে বসে তিয়রবিলা গ্রামের মৃত গনজের আলী মন্ডলের ছেলে টুটুল মন্ডল (৪৫), একই গ্রামের মৃত খোকাই মন্ডলের ছেলে ঝড়ু মন্ডল (৬০), মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে মতলেব মন্ডল (৬৫) ও মৃত চাঁদ শেখের ছেলে সৌরভ শেখ (৫০) বেশ কিছুদিন ধরে তাসের জুয়া খেলা করে আসছিল।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তিওরবিলা ক্যাম্প পুলিশের এএসআই শরিফুল ইসলাম অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই চারজনকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জুয়া খেলার দায়ে ৪ জনকে ৬‘শ টাকা করে ২হাজার ৪‘শ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *