আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তিতি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে বাদেমাজু সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক। প্রধান অতিথির বক্তব্যে এম আজিজুল হক বলেন, দলকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। আজকে এই ইউনিয়নে কৃষকলীগের একটি শক্তিশালী কমিটি গঠন করার লক্ষে এ সম্মেলন প্রস্তুতি কমিটি করা হচ্ছে । আপনারা জানেন আওয়ামীলীগ সরকার কৃষক বান্ধব সরকার। এজন্য দেশের কল্যাণে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে।
পৌর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে কমিটি গঠন সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম।উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক সাহাবুল হকের উপস্থাপনায় আরো বিশেষ অতিথি ছিলেন কুমারী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রজব আলী, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, কৃষকলীগ নেতা হক সাহেব, ডাউকি ইউনিয়ন কৃষকলীগ নেতা ডাউকি ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান বাবলু, বদর উদ্দিন শেখ,শাহিন আলম,আব্দুর রশিদ,আব্দুল ওহাব,শহিদুল ইসলাম,গাজির উদ্দিন,সেলিম উদ্দিন,কাশেম আলী বিল্লাল হোসেন প্রমুখ। কমিটি গঠন সর্ব সম্মতিক্রমে সোহানুর রহমান বাবলুকে আহবায়ক ও বদর উদ্দিন শেখকে যুগ্ম আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট ডাউকি ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।