আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার খাসকররা বাজার ও জাহাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে। ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপের কারণে গতকাল রোববার ওই ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। জানা গেছে,আলমডাঙ্গার খাসকররা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় মেসার্স সৌরভ ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ২ হাজার টাকা, মেসার্স বিপাসা ট্রেডার্সকে ৪৫ ও ৫১ ধারায় দেড় হাজার টাকা, মেসার্স সঞ্চিতা ট্রেডার্সকে ৪৫ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জাহাপুরে মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে দোকানে মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৩৭, ৩৮ ধারায় ৩ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে।