স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিন বান্ধবি এক সাথে ঘুমের ওষুধ সেবন করেছে। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নে এঘটনা ঘটে। এরা তিনজনই একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী।
বিদ্যালয়ের নাম ও শিক্ষার্থীদের পরিচয় গোপণ রাখার শর্তে পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে এক বান্ধবির মায়ের বিবাহবার্ষিকী অনুষ্ঠানে যায় ওই ৩ শিক্ষার্থী। সেখানে তারা ঘুমের ওষুধ খেলে কি হয় বলাবলি করতে থাকার একপর্যায়ে ভালাইপুর মোড়ের ৩ টা ফার্মেসী থেকে ঘুমের ওষুধ কিনে সেবন করে। পরে অসুস্থ হলে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জামান জয়া বলেন, তিনজনের মধ্যে দুই শিক্ষার্থীর পাকস্থলি ওয়াশ করা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সকালে বিদ্যালয়ে অ্যাসেম্বলি চলাকালিন সময় ওই ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।
এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের পরিবারের সদস্যসহ সচেতন মহল দাবি করে বলেন, চিকিৎসাপত্র ছাড়া কেনইবা ওই ফার্মেসীর মালিককেরা তাদের কাছে ঘুমের ওষুধ বিক্রি করছে। ওই ফার্মেসী গুলো চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে।