আলমডাঙ্গার কেশবপুরে মাল্টা-বাগানে গাঁজা চাষ : এক ব্যক্তি আটক
আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গার কেশবপুর গ্রামে মাল্টা বাগান থেকে দুটি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করে পুলিশ। এ সময় জমির আলি (৫৭) নামে এক গাঁজাচাষীকে আটক করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত মইজউদ্দিনের ছেলে জমির উদ্দীন। গত ১ বছর পূর্বে বাড়ির পাশের ডেমসারের মাঠে মালটা লেবুর চাষ শুরু করেছেন। মাল্টা বাগানে ওই ব্যক্তি গাঁজা গাছ চাষও শুরু করে। বাগানে লাগানো গাঁজা গাছ দুটো ১০/১২ ফিট উচ্চ হয়েছে। এদিকে এ সংবাদ জানার পর আলমডাঙ্গা থানার এসআই খসরু আলম, এসআই জামাল, এসআই গাফ্ফার সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাল্টা বাগানে লাগানো ২ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় গাঁজা চাষী জমির আলীকে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি আলমঙ্গীর কবির জানান, “গাঁজা বিক্রির উদ্দ্যেশে বাড়ির পাশের মাঠে মালটা লেবু বাগানের মধ্যে দু’টি গাঁজার গাছ লাগান জমির উদ্দিন । এরমধ্যে একটি গাঁজার গাছ ১০ ফিট ও আরেকটি ১২ ফিট উচ্চতা সম্পন্ন। গাঁজা গাছসহ তাকে আটক করা হয়েছে ।