আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার কুমারী বাজার সংলগ্ন স্কুল মাঠে শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চর যাদবপুর সুর্য তরুন ক্লাব ( ১- ০) গোলে হারদী কৃষি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন,খেলাধুলার মাধ্যমে সুস্থ যুব সমাজ গঠন করা সম্ভব। লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে। খেলা ধুলার মাধ্যমে দেশ ও জাতিকে বিশ্বের বুকে তুলে ধরা সম্ভব। বাংলাদেশের ছেলে মেয়েরা এখন খেলা ধুলায় সুনাম বয়ে আনছে। আজকে যে দুদল খেলেছে তারা উভয় ভালো খেলা উপহার দিয়েছে। ভালো খেলতে হলে অনুশীলন করতে হবে।এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, এই কুমারী ইউনিয়নে এক সময় আওয়ামী লীগ করার মত মানুষ কম ছিল। তখন মজিবর ভাই জালালের চরম ত্যাগ রয়েছে। জালাল আজ নেই মজিবর ভাই এখন দল করছেন। আজকে কুমারী ইউনিয়নে অনেক আওয়ামী লীগ কর্মি হয়েছে। কুমারী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ পিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনূষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু,উপজেলা ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, আনিসুজ্জামান মল্লিক, শাহ আলম মন্টু, সাবেক পৌর সভাপতি আবু মুসা। কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিত আশিকুজ্জামান ওল্টু, জমসেদ মেম্বার, জাহাঙ্গীর আলম, আইনাল হোসেন, রবিউল ইসলাম, টুটুল হোসেন, আলমডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক প্রমুখ।