আলমডাঙ্গা অফিস: ” আলমডাঙ্গায় ৪র্থ জাতীয় ডিজিটাল দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।। ” যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ প্রতিপাদ্যকে বিষয়কা সামনে রেখে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ৪র্থ জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদ্যাপন করা হয়। তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ লিটন আলি। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার ভুমি হুমায়ন কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দীন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সারোয়ার মিঠু, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্র্মতা সোহেল রানা, মহিলা তথ্য আপা স্নিগ্ধা দাস, বিআরডিবি কর্মকর্তা সাহেলা শারমিন, প্রমুখ। অনুষ্ঠান শেষে ডিজিটাল দিবস উপলক্ষে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।