আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় এক মাদক বিক্রেতার দেড় বছর ও আরেক মাদকসেবীর ৬ মাসের কারা দন্ডাদেশ দেয়া  হয়েছে। ভ্রাম্যমান আদালত মঙ্গলবার রাতে তাদের এ সাজা প্রদান করেন। 
জানা গেছে আলমডাঙ্গার ওসমানপুর ফাঁড়ি পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আজমপুর শীতলপাড়া গ্রামের মাদকসেবী  স্বপন আলী (২৫)কে গাঁজাসহ আটক করে। তার তথ্যের ভিত্তিতে ওসমানপুর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ি মতিয়ার রহুমান বুদো (৫০)কে আটক করে।এ সময়  মতিয়ারের দোকান থেকে  গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে গাঁজা বিক্রির দায়ে মতিয়ার রহমান বুদোকে দেড় বছর ও সেবনের দায়ে স্বপন আলীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *