আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক সার ব্যবসায়ী,ট্রাক চালকসহ ৩ জনকে ২০ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য সার বিক্রির দায়ে সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও ট্রাক চালক ও এক ধুমপায়ীকে ১০ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।জানা গেছে,আলমডাঙ্গার সাদাব্রীজ রোডের সার ব্যবসায়ী বজলুর রহমান নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের বিচারে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য সার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বজলুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় পৌর এলাকার সড়কে যত্রতত্র ট্রাক রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টির দায়ে মোটরযান অধ্যাদেশ ২০১৮ আইন অনুযায়ী ট্রাক চালক মেহেরপুরের আশাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় প্রকাশ্যে ধুমপান করার দায়ে এক ধুমপায়ীকে ৩শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে চলাকালে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, থানার এসআই সুব্রত প্রমুখ।