আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ডামোস গ্রামের মিজানুর রহমান (৪৫) নামের এক মাদক বিক্রেতা ও সেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও মালামাল ওজনে কম দেওয়ার দায়ে পৌর এলাকার এক সার ব্যববসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করেছে।জানা গেছে,আলমডাঙ্গার ডামোস গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৪৫) এলাকার একজন গাঁজা বিক্রেতা ও গাঁজা সেবী। গতকাল থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে মিজানুর রহমানকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীকে অবহিত করলে তিনি ভ্রাম্যমান আদালতে বিচার করেন। ভ্রাম্যমান আদালতের বিচারে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে মিজানুর রহমানকে ১ কছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অন্যদিকে সহকারি কমিশনার ভূমি হুমায়ন কবির পৌর শহরের সিনেমা হল রোডে সার ব্যবসায়ী হাজী রফিক মিয়ার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওজনে মালামাল কম দেবার দায়ে ওই প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।