আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়েছে ।গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে এই অনুষ্টানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী মোঃ লিটন আলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।প্রধান অতিথি যুগোপযোগী প্রতিপাদ্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান,এবং এসডিজি অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের ভূয়সী প্রশংসা করেন। সভাপতি নির্বাহী অফিসার মোঃ লিটন আলী বলেন, আপনাদের মাঠকর্মিরা বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমে সেবা সপ্তাহের বার্তা এবং সেবা পৌছানোর কাজ করবেন ।এ ছাড়াও উপজেলায় প্রত্যেক ইউনিয়নে স্বাস্থ্য বিধি মেনে মাঠ কর্মিদের সেবা সপ্তাহ পালনের জন্য অনুরোধ জানান। উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুরুল হক বেলুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হাসানুজ্জামান খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মেদ,এম,ওএম,সিএইচ,এফপি ডাঃ ফজলুল হক,প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সম্পাদক হামিদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু,নুরুল ইসলাম নুরু,কাউছার আহম্মেদ বাবলু,মাসুদ পারভেজ,এফপি আই হাসানুল হক ও বিজয় বাবু প্রমুখ।