আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় নারীর প্রতি সহিংসতা রোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ থেকে র্যালি শহর প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মঞ্চে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন,উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সম্পাদক হামিদুল ইসলাম আজম।কলেজিয়েট স্কুলের উপাধক্ষ শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত,খাদ্য কর্মকর্তা মোফাখাইরুল ইসলাম,বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন,সমবায় কর্মকর্তা মজিবর রহমান,তথ্য কর্মকর্তা স্নিদ্ধা দাস,হাফেজ ওমর ফারুক,হাফেজ আবুল বাসার প্রমুখ।এ ছাড়াও ব্রাক সামাজিক সংস্থার পল্লি সমাজ সমিতির সদস্য সহ বিআরডিবি,মহিলা বিসয়ক সমিতির সদস্য বৃন্দ।