আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার  রেলস্টশন সংলগ দুইটি জলাশয় প্লট বাংলাদশ রলওয়ের পক্ষ থেকে ঠিকাদারের নিকট হস্তান্তর করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পোড়াদহ রেলওয়ের কর্মকর্তা উপস্থিত হয়ে জমি বুঝ করে দেন।জানা গেছে, আলমডাঙ্গার রেলওয়ে স্টেশনের নিকটে থাকা রেলওয়ের দুটি জলাশয় ২০১৭ সালে বাংলাদেশ রেলওয়ের/পাকশী অঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ ইউনুছ আলী স্বাক্ষরিত দরপত্র আহবান করা হয়। বৈধ্ কাগজপত্র ও দরপত্রের মাধ্যম সর্বচ্চ দরদাতা হিসেবে (১ম শ্রেনীর) ঠিকাদার জাহিদ হোসেন রেন্টু জলাশয়ের প্লট বরাদ্দ পান । টেন্ডারকৃত জলাশয়ের প্লট নং-২০০ ও ২০১। সুত্রে জানা যায়, বিভিন্ন সময়ে বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদর বদলী জনিত কারণ ও করোনা পরিস্থিতির কারণে  ঠিকাদারের নিকট প্লট দুটি হস্তান্তর করতে কিছুদিন দেরী হয়ে যায়। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদশ রেলওয়ের ফিল্ড-কানুনগা  রাজীবুজ্জামান সরজমিন উপস্থিত হয়ে ঠিকাদার জাহিদ হোসেন রেন্টুকে প্লটের কাগজপত্র বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা এসআই সঞ্জিৎ কুমার ও সঙ্গীয় ফার্স, বিশিষ্ট ঠিকাদার তাহাজ হাসন, রলওয়র চইনম্যান বাবু হাসন প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *