আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুর ব্রীজের নিকটের দখল হওয়া জমি দখল মুক্ত হয়েছে। আদালতের রায়ের পর পুলিশ গতকাল রোববার দখলমুক্ত করে জমির মালিককে বুঝ করে দেন। জানাগেছে,  আলমডাঙ্গার পৌর এলাকার কালিদাসপুর সাদাব্রিজ প্রাঙ্গণে হাজী মোহাম্মদ মোরাদ আলি ১৯৭৮ সালে এসএ রেকর্ড অনুযায়ী  হারু লালের নিকট থেকে ২ কাঠা জমি ক্রয় করেন। বর্তমানে আরএস রেকর্ডে হাজী মোহাম্মদ মোরাদ আলি মালিকানা। সে দীর্ঘদিন ওই জমিতে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ওই জমি গত ৩ মাস পূর্বে শ্রীরামপুর গ্রামের মৃত-চাঁদ আলী জোয়ার্দ্দারের ছেলে আক্তার জোয়াদ্দার ও তার ভাই টাকু জোয়ার্দ্দার ওই জমি নিজেদের দাবী করে দখল করে নেয়। এই ঘটনার পর হাজী মোহাম্মদ মোরাদ আলি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালতের রায়ে হাজী মোহাম্মদ মোরাদ আলিকে ওই জমির প্রকৃত মালিক বলে প্রমানিত হয়। এরই এক পর্যায়ে গতকাল রোববার পুলিশের উপস্থিতিতে দখলমুক্ত করে হাজী মোহাম্মদ মোরাদ আলিকে জমি বুঝ করে দেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *