আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব ও প্লাষ্টিকের বেঞ্চ বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন,জাতীর পিতা বঙ্গবন্ধু বাংলা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন,সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করেছেন। ,আগামী ৪১ সালে আমরা বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরিত করব। তিনি বলেন,আমরা আলমডাঙ্গাকে মাদক মুক্ত বাল্যবিয়ে বন্ধ ,এবং নিরক্ষর মুক্ত করতে চাই।আসেন সমাজ থেকে বাল্যবিয়ে বন্ধ করতে সকলে ঐক্যবদ্ধ হই,এবং মাদক কে চিরতরে না বলি। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে উপকরন বিতরন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী,ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম নুরু,মোস্তাফিজুর রহমান,আবুল কালাম আজাদ,নজরুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম,সম্পাদক হামিদুল ইসলাম,প্রধান শিক্ষক আবু তৈয়ব প্রমুখ।সভায় প্রধান অতিথি উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ে ১শত ১০ জোড়া বেঞ্চ বিতরন করেন এবং ৮ টি ইউনিয়ন পরিষদকে কম্পিটার ল্যাব, ৪০ টি ল্যাপটব,৪০ টি কম্পিটার টেবিল,৪০ টি চেয়ার,৮ টি প্রিন্টার মেশিন,৮ টি প্রজেক্টর, ৮ টি ইন্টার নেট মডেম,৮ টি প্রজেক্টর স্কৃিন, বিতরন করেন।