আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে নির্বাহী অফিসারের অফিস কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী।এ সময় টিভির মাধ্যমে সরাসরি গণভবন থেকে সম্প্রচারিত মাননীয় প্রধান মন্ত্রীর বক্তব্য শোনা হয়।প্রকল্প অফিসের উপ-সহকারি প্রকৌশলী নজরুল ইসলামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক।অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম নুরু, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,খাদ্য কর্মকর্তা মোফাখাইরুল ইসলাম,সমবায় কর্মকর্তা আবু হাসান,প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম,,কার্যসহকারি আসাদুজ্জামান প্রমুখ।এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন,ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলায় চলতি অর্থ বছরে ৫৪ টি বাড়ী নির্মান করে দেওয়া হয়েছে,৫ কিলো মিঃ রাস্তা নির্মান করা হয়েছে এবং ১৫ টি ব্রীজ নির্মান করা সম্ভব হয়েছে।উল্লেখ্য জমি আছে ঘর নেই এমন মানুষ বাছাই করে ৫৪ জনকে মাননীয় প্রধান মন্ত্রীর দেওয়া অর্থ থেকে প্রতিটি ঘর ২ লক্ষ ৯৯ হাজার ৯ শত টাকা ব্যায়ে নির্মিত হয়েছে।