আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয় । এসময় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে নেতৃবৃন্দ । এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী,সহসভাপতি হামিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর সভাপতি দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক,সাবেক সভাপতি জেলা পরিষদ সদস্য আবু মুসা, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু,ডা: অমল বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সোনাউল্লাহ, কামাল হোসেন, পরিমল কুমার ঘোষ,কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেত্ নাহিদ হাসান তমাল সাকিব,হাসান,আটল,সিহাব,টিটন, সৈকত প্রমুখ। বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।