পশ্চিমাঞ্চল অনলাইন মনিটর:আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় দুটি প্রদেশে রবিবার রাতে সংঘর্ষে সাত পুলিশ সদস্য নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্র সোমবার এ কথা নিশ্চিত করেছে।

বাগলান প্রদেশের দু’টি জেলার দাহান-ই-লারখাব পুলিশ চেকপয়েন্টে জঙ্গিদের সাথে সংঘর্ষে চার পুলিশ সদস্য নিহত এবং আরো দু’জন আহত হয়। সংঘর্ষে এক জঙ্গিও প্রাণ হারিয়েছে।

প্রতিবেশী তাকহার প্রদেশেও একইভাবে জঙ্গিদের সাথে সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহত এবং আরো চার পুলিশ আহত হয়েছে।

একজন জেলা কর্মকর্তা এ খবর জানান। একইসঙ্গে তিনি কয়েকজন জঙ্গির প্রাণহানির কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, তালেবান জঙ্গিরা আফগানিস্তানের ছোট শহর ও জেলাগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নিজেদের অবস্থান সংহত করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *