এ ভোট নিয়ে একেক জনের একেক ধরনের মন্তব্য। মন্তব্যের কোন শেষ নেই। তবে জয়ে ব্যাপারে সকল প্রার্থীই রয়েছে শতভাগ আশাবাদি। নির্বাচনে সাধারন ভােটারদের সমীকরণে অনেকটায় পরিস্কার সাধারন সম্পাদক পদে বিজয়ের একেবারে দ্বার প্রান্তে রয়েছে মাসুদুর রহমান মাসুদ। আর সাধারন সম্পাদের
সঙ্গী হতে পারেন সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ এমনটায় আশা করছেন সাধারন ভোটারেরা।
তারপরেও কেরুজ নির্বাচন বলে কথা। শেষ সীল এবং শেষ ব্যালট পেপার গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাটারদের।
কেরুজ এলাকার সাধারন ভোটার ও অভিজ্ঞ ব্যাক্তিদের মতে এবারের নির্বাচনে আগে ভাগেই বাতাস বাইতে শুরু করেছে নিজস্ব ভােট ব্যাংক মজবুত থাকার কারণে ৭ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক পুনঃরায় ৮ম বারের মত সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন বলে সাধারন শ্রমিকদের ধারনা।
তাই তিনি যাকে পছদ করবেন তিনিই হবেন সভাপতি এমনটাই মনে করছেন সাধারন ভােটারেরা। তবে এখন পর্য়ন্ত তেমন কিছু শােনা বা চােঁখে পড়েনি পছন্দ বা অপছন্দের বিষয়টি। শেষমুহূর্ত পর্যন্ত মাসুদকে কাছে পেতে সভাপতি প্রার্থীরা জাের লবিং চালালেও মনগলেনি তার। এবার আগেভাগে প্যানেল না হওয়াতে সভাপতিকে হচ্ছেন সে বিষয়টি থেকেই যাচ্ছে ধােঁয়াশার মধ্যে। তবে ভােটারদের সভাপতি হিসাবে নতুন মুখের ব্যাপারে চিন্তা ভাবনা রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। আবার এমনটাও ঘটে থাকে ভােটকেন্দ্রে প্রবেশ করে একবারে শেষ মুহূর্তে প্রকাশ্য রূপ নিয়ে থাকে কে কার সাথে কি করতে যাচ্ছেন। সব প্রশ্নের উত্তর পেতে ভােট গণনার শেষ ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে।