আলমডাঙ্গা অফিস : আজ মঙ্গলবার ( ২০ আক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ডাউকি ইউপির উপ নির্বাচন।ইতিমধ্যো নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।জানা গেছে,আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে আলমডাঙ্গার ডাউকি ইউপির উপ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, বিএনপির ধানের শীষ প্রতিকের ইউনুস আলী,স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুসাইন,আব্দুল কাদের রানা ও নিজাম উদ্দিন। প্রার্থীরা তাদের সাধ্য অনুযায়ী প্রচার প্রচারণা সম্পন্ন করেছেন। এদিকে নির্বাচনকে সুষ্ঠ ও শান্তি পূর্ণ করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনকে ঘরে ডাউকি ইউনিয়নের প্রতিটি গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ । 
উল্লেখ্য আলমডাঙ্গার ডাউকি ইউপির চেয়ারম্যান লুৎফর রমানের কিডনী জনিত রোগে মৃত্যুু হলে এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়। শুন্যপদটি পূরণের জন্য নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ঘোষনা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২০ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *