দামুড়হুদা থেকে তানজীর ফয়সালঃ দামুড়হুদায় আগামী  ইউনিয়ন  পরিষদের নির্বাচন  উপলক্ষে  উপজেলার  যুব সমাজের  অহংকার  হযরতের দিনভর  নির্বাচনী গণসংযোগ করেছেন হযরত আলী। 
জানা গেছে ,গতকাল বৃহস্পতিবার  সন্ধ্যা ৬ টা  থেকে রাত ১১ টা পর্যন্ত  উজিরপুর গ্রামে মাঠপাড়ায় সহ আশপাশের  প্রত্যেক গ্রামের  চায়ের দোকান সহ  সর্বসাধারণের সাথে  নির্বাচনী আলোচনা ও গণসংযোগ করেন। আগামী  ইউনিয়ন  পরিষদের  নির্বাচনে চেয়ারম্যান  পদপ্রার্থী  হিসেবে  সকলের কাছে মত বিনিময় কালে দোয়া কামনা করলেন জননন্দিত  যুবনেতা গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু, ছাত্র- যুব সমাজের নয়নের মণি  উপজেলার যুবলীগের  সাধারণ  সম্পাদক হযরত আলী । মতবিনিময়  ও গণসংযোগ  কালে হযরত আলী  সরকারের  সকল সেক্টরের অভাবনীয় উন্নয়নে  চিত্র  সংক্ষিপ্ত  আকারে  তুলে ধরে  বলেন বর্তমান  সরকার  হাজার  বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী  বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর  রহমানের  যোগ্য  কন্যা মাননীয়  প্রধানমন্ত্রী  শেখ  হাসিনা  নেতৃত্বে দেশের   অকল্পনীয়  উন্নয়ন  ঘটেছে  যা পূর্বের কোন সরকারের  আমলে ঘটেনি  সেটা  আপনারা সকলে জানেন। সবশেষে  এ জনপ্রিয়  নেতা সকেলের কাছে জননেত্রী  শেখ  হাসিনা  ও চুয়াডাঙ্গা  -২ আসনের প্রাণপ্রিয় নেতা হাজ্বী আলী  আজগর  টগরের সুস্বাস্থ্য কামনা করেন  দোয়া  কামনা  করেন । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *