দর্শনা অফিসঃ আগামীকাল বুধবার (৪ নভেম্বর) জেলার শিল্পশহর খ্যাত দর্শনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন উপশাখার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় দর্শনা পুরাতনবাজার মোড়স্থ হাজী আব্দুর রহমানের বিল্ডিংয়ের দোতলায় প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি থাকবেন- দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলী মুনসুর বাবু। সভাপতিত্ব করবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভিপি ও যশোর জোনের প্রধান জনাব মোঃ মাকসুদুর রহমান। অনুষ্ঠান পরিচলনা ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ব্যাংকের জীবননগর এসএমই শাখার ব্যবস্থাপক ও এভিপি মোঃ নজরুল ইসলাম। দর্শনা উপশাখার ব্যবস্থাপক জনাব আলমগীর কবির জানিয়েছেন- করোনার কারনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *