খাসকরা প্রতিনিধি:গতকাল শনিবার বেলা ১০টার সময় চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ১৫ নং আইলহাস ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.আব্দুল মালেক’র সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র্যালি আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দীন (অবঃ বিমান বাহিনী) ও মোঃ রেজাউল হক, হাড়োকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,শ্যাম বাজার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বহুলুল হাসান,মসজিদের ইমাম, ব্যবসায়ি সহ সাধারণ মানুষ। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আলোচনা সভায় বক্তারা বলেন যে, চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তাঁরা বলেন পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে শিশু ধষন, নারী ধষন ও নিযাতনসহ নানা রোম হষক খবর। আমরা যদি এখনই কোনো জোরালো পদক্ষেপ গ্রহণ না করি তাহলে এই অপরাধ সমাজের মধ্যে ব্যাধি আকারে ছড়িয়ে পড়বে যা আমাদের জন্য সামাজিক অবক্ষয় ডেকে আনবে। সভাপতি চেয়ারম্যান এড. আবদুল মালেক তার সমাপনী বক্তব্যে বলেন দেশ থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধ করার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনেরও কঠোর প্রয়োগ করতে হবে। উপস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম।