ষ্টাফ রিপোর্টার : গত পরশু বৃহস্পতিবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দল কর্তৃক সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা (মুচিপাড়া) ফজলু, পিতা- নুর মোহাম্মদ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক আনোয়ার তালুকদার (২৪), পিতা-আবুয়াল তালুকদার, গোলাপসা (২০), স্বামী আনোয়ার তালুকদার, আহান (১৮ মাস), আনোয়ার তালুকদার, সকলের গ্রাম-ছোট লাল বুনিয়া ও ইমরান (২১) পিতা আব্বাস শরীফ, গ্রাম- হুগলপাতি, তাছলিমা বেগম (২৫), খোকন সিকদার, গ্রাম-রাজাপুর, সকলের পোঃ আমড়াগাছী, রেশমা বেগম (২৬) স্বামী শরিফুল জমাদ্দার, গ্রাম- খুন্তাকাটা বাজার, পোঃ রান্দা, সকলের থানা-শরনখোলা, জেলা বাগেরহাট। সর্বমোট ০৬ জন (পুরুষ- ০২জন, নারী- ০৩জন এবং শিশু ০১জন) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ০১টি সিএনজিসহ আটক করা হয়।
এছাড়াও সিএনজি ড্রাইভার উজ্জল মিয়া (২৫), পিতা রুহুল আমিন, গ্রাম- বাঘাডাংগা, পোঃ নেপা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ পলাতক রয়েছে। আটককৃত সিএনজিসহ বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়। পলাতক আসামীর বিরুদ্ধে একই থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৩৩ তারিখ-১৭ জুলাই ২০২০।