জীবননগর অফিস/মহেশপুর প্রতিনিধি :
মহেশপুর অনন্তপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে বিজিবির হাতে ১৪ বাংলাদেশী আটক হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীনাথপুর বিওপির বিজিবি জওয়ানরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট বিহীন অবৈধ ভাবে ভারতে প্রবেশের অপরাধে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলাসহ তাদের হস্তান্তর করা হয়েছে।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক(উপ অধিনায়ক) মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শ্রীনাথপুর বিওপি জওয়ানরা সীমান্তে চোরাচালান ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল পরিচালনা করে। রাত আটটার দিকে বিজিবি জওয়ানরা অনন্তপুর সীমান্তে হানিফ মন্ডলের বাড়ির পাশ্বে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় নড়াইল জেলার লোহাগড়া থানার হান্দালা াগ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল রানা (২৫), চরবামনডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দীন মোলার ছেলে ফসিয়ার রহমান(৫৫), লাহুরিয়াডহারপড়া গামের মৃত: ছালাম মোল্লার ছেলে শহিদুল ইসলাম (২৫) ও শফিকুল ইসলাম (৩০), বাড়িভাঙ্গা গ্রামের মৃত: কাওছর উদ্দিন বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম (৪২), চাকুলিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাফিদুল ইসলাম (৩০), খুলনা জেলার তেরখাদা থানার কোদলা গ্রামের শাজাহান মোল্লার ছেলে শহিদুল মোল্লা (৪৪), যশোর জেলার অভয়নগর থানার দিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গাজির ছেলে ইকবাল হোসেন (২৫), চাদপুর জেলার মতলব থানার নয়াচড় গ্রামের মৃত লাল মোহন সরকারের ছেলে শ্রী হরিদাশ সরকার (৬২), ফরিদপুর জেলার কেশবনগর গ্রামের মহিদেব চন্দ্র বিশ্বাসের স্ত্রী কমলা রানী (৬০) ও ছেলে শ্রী প্রবাশ বিশ্বাস (৩৫), তার স্ত্রী পূর্ণিমা রানী বিশ্বাস (৩০) এবং কন্যা পুষ্পিতা বিশ্বাস (১২) ও পুত্র প্রদিপ বিশ্বাস(৭)দের আটক করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলাসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *